Youth Development Forum এর উদ্যোগে ৩১মার্চ শুক্রবার ০৮রমাদান সকাল ১০টায় সমাজের বিধবা নারী, এতিম ও অসচ্ছল ৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরন অনুষ্টানে YDF এর
চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল পরিচালনায়
কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক ববিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল মোত্তালিব মিয়ার
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেরিনা আক্তার মিনা, মহিলা ভাইন্স চেয়ারম্যান, কুমারখালী উপজেলা পরিষদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিশু সসাহিত্যিক জনাব কবি সোহেল আমিন বাবু। জনাব শহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক, কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়। বিশিষ্ট কবি ও নাট্যকার জনাব লিটন আব্বাস। রওশন আরা বেগম নীলা, সহ- সভাপতি জাতীয় মহিলা পরিষদ,
কুমারখালী শাখা। আল শাহারিয়ার রুবেল,সহকারি শিক্ষক,কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়। পলাশ মাহমুদ, শিক্ষক ও সমাজসেবক। জাহাংগীর আলম,সাবেক সভাপতি, ছাত্রলীগ, কুমারখালী উপজেলা। মোঃ হাসান আলী, ইসলামীক ফাউন্ডেশন, কুমারখালী। সাংবাদিক সোহাগ মাহমুদ খান, উপজেলা প্রতিনীধি, নয়াদিগন্ত কুমারখালী উপজেলা। সাংবাদিক মাসুদ রানা। তরুন সমাজকর্মী ইসরাইল হোসেন, প্রতিষ্ঠতা, স্বপ্ন পূরণ ফাউন্ডেশন। সম্রাট শাহজাহান সহ YDF এর অন্যান্য সদস্য বৃন্দ। যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মহান সুবহানুতায়ালা তাদের উত্তম প্রতিদান দান করুন।