ইসলাম ভীতির ধর্ম নয়; শান্তির ধর্ম
শাহনাজ পারুল
ইসলাম একটি শান্তির ধর্ম
ইসলাম ভীতির ধর্ম নয়
ইসলাম শান্তির ধর্ম
যা বিশ্ব জনতার জন্য
ইসলামের শক্তি অনেক অদ্ভুত
সকল মুসলিমের হৃদয় জুড়ে
এনে দেয় সুখ!
ইসলাম ভীতির ধর্ম নয়
ইসলাম শান্তির ধর্ম !
যার মাধ্যমে প্রত্যেকের জীবন
হয়ে উঠে পরিপূর্ণ!
ইসলাম ভীতির ধর্ম নয় শান্তির ধর্ম
যা বিশ্ব জনতার জন্য !
ইসলাম দয়াশীল বিশ্বাসী
মানুষের একতা
ইসলাম দিয়ে স্থাপিত হয়
সকল বিশ্ব ব্যাপী মুসলিমদের
হৃদয়ের স্বচ্ছতা!
ইসলাম ভয়ে বিশ্বাসী নয়!
ইসলাম নয় ভীতির ধর্ম শান্তির
উপদেশ সবার জন্য
ইসলাম মানেই শান্তি!
ইসলাম ধর্মে নাই কোন বিদ্বেষ হিংসা
ইসলাম ধর্মে আছে ন্যায় পরায়ণতা
ইসলামে আমরা নামাজ রোজা
দানের মাধ্যমে প্রকৃত
নর্মতা অর্জন করি!
এসো শান্তির ধর্ম ইসলামের জন্য
বিশ্বাসী মানুষ এক হই।