ইচ্ছে করে পথ হয়ে যাই নয়তো কোন মাঠ
আঙিনায় হই সবজি ফসল হই সোনালি পাট
ইচ্ছে করে মাছ হয়ে যাই নয়তো হাওর বিল
মাছরাঙা আর ধান শালিক হই সাদা বক আর চিল।
ইচ্ছে করে নীল হয়ে যাই কিংবা রাতের চাঁদ
সূর্য হলে জ্বালিয়ে দিতাম সকল কিছুর ফাঁদ।
ইচ্ছে করে ঘাস হয়ে যাই নয়তো তৃণ পাল
ফসল প্রিয় ক্ষেত হয়ে যাই গরীব চাষির হাল।
ইচ্ছে করে খুব সাদা হই সুগন্ধি কোন ফুল
নিরাপদ এক কোপায় থাকি তোমার মাথার চুল
ইচ্ছে করে ঠোঁট জোড়া হই শক্তি যোগান হাত
অনাহারীর কষ্ট গোছার তরকারি মাছ ভাত।
ইচ্ছে করে পেঁয়াজ হতে আদা মরিচ কাঁচা
এসব হওয়ার ইচ্ছে আমার এক্কেবারে হাচা
ইচ্ছে করে ম্যাপ হয়ে যাই স্বাধীন কোন দেশ
গোসল ছাড়া কাফনে হউক অন্তিমতা শেষ।