কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৮নং পিয়ারপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা বুলবুল ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মত বিনিময়কালে বলেছেন, আমি চেয়ারম্যান হলে আগে ইউনিয়ন পরিষদের নির্ধারিত জায়গার ব্যবস্হা করবো এবং এলাকার শান্তি ও উন্নয়নের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা সমবন্টন করবো।
আমি পরিবর্তনশীল তাই আমাকে নিরপেক্ষ হতে হবে। মাদক মুক্ত কোলাহল মুক্ত হবে আমার প্রাণের ইউনিয়ন। আমার কাছে দল বড় নয় আমি নিরপেক্ষ। তাই জনগণের ভাল মন্দ দেখায় আমার মূখ্য ভূমিকা হয়েছে এবং হবে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ হবে জনগণের সংসদ।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদ কে ডিজিটাল ইউনিয়ন গঠনে সর্বাত্মক চেষ্টা করবো।
রাস্তাঘাট, জলবদ্ধতা, বিধবা বয়স্ক ভাতা সমবন্টন করবো।
গায়ের জোর দিয়ে সবকিছু হয়না, লাগে জনগণের ভালবাসা। আমি ইউনিয়ন বাসীর সবার ভালবাসায় আল্লাহর রহমতে বিজয়ী হবো।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা প্রশ্ন করেন নির্বাচনী মাঠে কোন চাপ আসলে আপনি কি করবেন? সভাপতির প্রশ্নের উত্তরে জনপ্রিয় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা বুলবুল বলেন, নির্বাচনী মাঠে কোন চাপ আসলে প্রতিহত করা হবে। বিন্দু মাত্র ছাড় দেয়া হবেনা।
তিনি আরো বলেন, আমি শাসক নয় আপনাদের একজন নগণ্য সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই এবং বাকী জীবন টা সেবক হিসাবে থাকতে চাই। রাজনীতি, চাপ আর প্রলোভনের উর্দ্ধে থেকে সততা ও নিরপেক্ষতার সাথে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি এবং করবো ইনশাআল্লাহ। জনগণের ভালবাসা এবং ব্যালটের মাধ্যমে আসন্ন নির্বাচনে চশমা মার্কায় ভোট দিয়ে এলাকাবাসী ভ্যানগার্ড হিসেবে আমার পাশে থেকে দলবাজ ও ক্ষমতাবাজদের পরাভূত করবে ইনশাআল্লাহ।