আমার একুশ
মনিরুজ্জামান(মনির)
একুশ তুমি আমার প্রাণের সঞ্চার
দু’চোখে অবাধ স্বপ্নের জ্বলজ্বল উচ্ছ্বাস,
একুশ আমার মাতৃভাষা আপামর জনতার
একুশ আমার কবিতা-গান বজ্রকন্ঠস্বর।
একুশ আমার উজান-ভাটির নৌকা পারাপার
মাঝির মুখে আওড়ানো ভাটিয়ালি গান।
মা’গো ওরা বলে,হায়নার দল
তোমার কোলে ঘুমাতে দেবেনা শুনতে দেবেনা গান
লিখতে দেবেনা কাঁপা কাঁপা হাতে চিঠি প্রেমিকার।
হায়নার দল,বলে কেড়ে নেবে শিশুর মুখে মাতৃভাষা
স্নেহ,ভালোবাসা।কোকিলের সুমধুর গীতবিতান।
রাখালের বাঁশিতে সুর উদাস দুপুর
রক্তের বৃষ্টি একুশ দুপুর ঝরেছে তাজা প্রাণ
কৃষ্ণচূড়া,টগর,জবা রক্তে রক্তে লাল।
বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়
ভাষার জন্য এত রক্ত কেউতো ঢেলে নাই
আমি বাঙাল,বাংলা আমার,আপামর
আমি গর্বিত বাঙালি, জন্ম বাংলায়।