আবার হলো দেখা
রায়হান রশীদ
দেখেছি তোমায় কতদিন পর, দেখেছি তোমার হাসিমাখা ঐ মুখখানি।
মনের অজান্তে তোমার ভালবাসায়,
অস্রুসিক্ত হয়ে গেল আমার নয়নখানি।
চলে গিয়েছো আপন মনে,
খুঁজে পেয়েছো এক নতুন ঠিকানা।
এখনো ভালবাসি সত্যি বলে,
মনে পরে না পাওয়ার বেদনা।
আর আমার দুর্বলতা গুলো,
তুমি বুঝতে পেরেছিলে ভালোভাবে।
তাইতো আমায় নিজ মনমতে
আঘাত করতে পেরেছিলে সহজভাবে।
দেখো আজ তোমার ষড়যন্ত্র,
মেঘেরা ও জেনে গেছে ।
তারা আজ বিষন্ন মনে ,
মুখ কালো করে বসে আছে।
আর আমি একটুও টের পাইনি ,
তোমার ষড়যন্ত্র!
তুমিই ভালো বুঝো,
তোমার মন্ত্র!
আমি কি বলবো আমার ভাষায়,
এটা ষড়যন্ত্র ?
নাকি বলব কবির ভাষায়,
প্রতিশোধ মন্ত্র?