আপন লেখা বই
-মাহাতাব হাসান এমরে
শিশুর মতো মিষ্টি গন্ধ
কোথাও পাবার নই,
ইহার চেয়ে সুগন্ধি ফুল
আপন লেখা বই।
সকল বিদ্যা পুষ্প স্বরূপ
বই যে তাহার ফল,
ক’জন বিদ্বান ফলটি ফলায়
যেজন বিদ্যার কল !
কত বিদ্যা অর্জন হলো
কিবা হলো তাতে,
দাও হে তুলে বইটি তোমার
সকল জনের হাতে !
সন্তান আর বই আপন দু’জন
শত বছর পরে,
কোন সে তোমার আপন জনে
মেলবে তোমায় ধরে !
০১-০৬-২০২২
আড়পাড়া, শালিখা, মাগুরা।