আত্ম শুদ্ধির পয়গাম
জিল্লুর রহমান লালন
আঁধার ধরায় নুরের জ্যোতি
আল-কোরআনের বাণী
মোমিন হৃদয় হয় যে শীতল
হুকুম সে আসমানী।
পাপ মোচনের সওগাত নিয়ে
এলো মাহে রমাদান
চাও, ক্ষমা চাও,পাপী-তাপী
আসমানী ফরমান।
রহমতের ঝর্ণা ধারায়
পাপের পাহাড় গলে
দহন জ্বালা পাপীর মনে
পুড়ে অনুতাপের অনলে।
যিকির-ফিকির, তেলাওয়াতে
সদা তোমায় ডাকি
মাখফেরাতের আশায় খোদা
নিত্য বিভোর থাকি।
জাহান্নামের আগুন থেকে
নাজাত পাওয়ার আশায়
রাত গভীরে তাহাজ্জুদে
চোখের জলে ভাসায়।
আত্ম শুদ্ধির অপার সুযোগ
দিলেন পরোয়ার
হাজার মাসের শ্রেষ্ঠ সে রাত
লাইলাতুল কদর।
এ রাত্রিতেই নাযিল করেন
পবিত্র আল কোরআন
মানব জাতির জীবন বিধান
ঐশী সে ফরমান।
দাও খোদা, দাও নাযাত মোদের
এ আশা মোর বুকে
জান্নাতে থাকবো মোরা
অনন্ত,অসীম সুখে।