দুধচাপা ঘাসের মত তেতো অথচ
বুকজুড়ে দুধরাঙা বিষের লোহু।
হাসির রেখা টানা দুধসাদা অবয়ব
আড়ালে লুকোনো নীরব ঘাতক
অথবা
আমন ধানের ক্ষেতে ডাহুক পাখির বসতি কাড়া জলজ সরিসৃপ
তুমি জেঁকে বসে আছো আমার
মানুষের বসতি কেড়ে।
বহুরূপী পিশাচিনি
বংশগত পিশাচের মত কাঁটার কভারে
মোড়ানো হাতের আঙুল, বুকের গভীর প্রাচীর।
চৈতী ঢিলের ক্ষেতে থোকায় থোকায়
গজিয়ে উঠা চাপ চাপ কাঁটার ঘাসের মত
ভয়ানক, ভয়ংকর রূপবতী তুমি।
তোমার প্রেমের বাসরে নির্ঘাত
মৃত্যুকে আহ্বান করা প্রেমিক আমি
জেনেশুনে আত্মহননের পথে হেঁটে যাচ্ছি
তোমার অভিমুখে।