জালাল আহমেদ: কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রবীণ ব্যাবসায়ী ও সমাজ সেবক মোন্তাজ আলী প্রামাণিকের আজ ৮১তম জন্ম বার্ষিকী। তিনি ১৯৪০ সালের ১৫ই জুনে জন্ম গ্রহণ করেন । পেশাগত জীবনে তিনি ব্যবসা-বানিজ্য করায় এলাকায় ব্যাপক পরিচিত লাভ করেছেন। তিনি দেশের একমাত্র ব্যাতিক্রমী অর্থনৈতিক প্রতিষ্ঠান জুবিলি ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ড হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ৮ পুত্র ও ৪ কন্যার অশিতিপর এই পিতার জন্মদিনে তাঁর সন্তানদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর পুত্র যুবলীগ নেতা সৈয়দ আলী আহসান।