আঙুলের ফাঁকে ঘা চিকিৎসায় হোমিওপ্যাথি।
……………………………………………………………
আঙুলের ফাঁকে ঘা যদিও প্রাণঘাতী কোন রোগ নয় তবুও ইহা একটি বিশ্রী ও বিরক্তিকর রোগ।
দীর্ঘক্ষণ পানিতে ও কাঁদায় ভিজিলে এই রোগ দেখা দিতে পারে।
ইহা ছাড়া বংশ গত কারণে এই রোগ হয়ে থাকে।
রোগ লক্ষণ অনুযায়ী হোমিও ঔষধ সমুহ ঃ
………………………………………………………
* Arsenic album : আঙুলের ফাঁকে ঘায়ের জন্য ইহা একটি উৎকৃষ্ট ঔষধ।
পরিস্কার পরিচ্ছন্ন সৌখিন রোগীদের আঙুলের ফাঁকে ঘা সেথায় জ্বালাপোড়া ইত্যাদি লক্ষণে arsenic album অব্যার্থ ফলাফল প্রদান করে থাকে।
* Sulphur : অপরিচ্ছন্ন ও নোংরা প্রকৃতির রোগীর হাতে পায়ের আঙ্গুলের চিপায় ঘা সেথায় ভিষণ চুলকানি, চুলকানির পর আরাম বোধ পরে জ্বালাপোড়া ইত্যাদি লক্ষণে sulphur অব্যার্থ ফলাফল প্রদান করে থাকে।
* Slicea : যাহাদের হাতে পায়ের আঙ্গুলের চিপায় দীর্ঘ দিনের পুরাতন ক্ষত সেখানে পুঁজ উৎপন্ন হয়েছে সহজে সারে না সেথায় slicea সুন্দর কাজ করে।
* Acit nit : যাহাদের হাতে পায়ের আঙ্গুলের চিপায় দীর্ঘ দিনের পুরাতন ক্ষত, যাহাদের পায়খানায় বিকট দুর্গন্ধ ও প্রস্রাবে ঝাঝালো কটু গন্ধ, ঠোঁটের কোণে ঘা, মুখে দুর্গন্ধ , আক্রান্ত স্থানে ব্যাথা বেদনা ইত্যাদি লক্ষণে acit nit চমৎকার কাজ করে।
* Echinacea : যাদের হাতে পায়ের আঙ্গুলের ফাঁকে এলার্জিযুক্ত ঘা উহাতে বিশ্রী রকমের দুর্গন্ধ ও ব্যাথা বেদনায় সেথায় Echinacea দারুন কাজ করে।
** আঙুলের ফাঁকে ঘা একটি বিশ্রী রোগ যা আমাদের সৌন্দর্য হরণ করে ও পীড়া দিয়ে থাকে তাই ইহা নির্মূলের জন্য একজন চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা গ্রহণের প্রয়োজন বলে মনে করি।
ডাঃ শফিউল বারী
কবি সাহিত্যিক ও হোমিও গবেষক।