‘ অসংহত জীবন ~
—-//———–আইনুল হোসেন সানু ~
কখনও
কখনও হয় মনে
চলতি ফিরতি এক লাশের জীবন ——
ঠিক যেন’ ঐ
চড়ুই পাখী’ র মতই
বিরামহীন কাটে ভর দিন’
খড় কুটো খুঁজে, চঞ্চলতা সেকি’ সীমাহীন’
পরিশেষে
দৈন্যতা’ য় ভরা
অমলিন সুখ সরোবরে,
রোদে পুড়ে বৃষ্টি’ তে ভিজে
দিন শেষে ফিরে ঘরে আধপেট খেয়ে বাস ঐ
অপ্রতুল অট্টালিকার কুঠরিতে —-
ফোটে না’ ফুল
তাই আজ আর
মন’ বাগানে, পাতাহীন
শুকনো মরা ডালে
ভাবি অষ্টাদশী
আসলে ভরে বুক জলে
কবে পূর্ণ হবে শূণ্য’ তা গিয়ে মন
ভাদ্রে’ র ভরা গাঙে
হয়ত সে’দিন
যাবো সব ভুলি
উঠবে ঢেউ সলাৎ সলাৎ
গর্জনে শির তুলি ……
দিন দাহারে
আনমনে চলতে পথে
স্বপ্নে বিভোর হই উদাসী’
খায়’ দোল মনে ভাবি পূর্নিমা’ রাত
দীপ্ত শশি,
দেখে
জোনাক জ্বলা
সন্ধ্যে বেলা তৃপ্ত লাগে বেশ
সে’ সব কেবলই মিথ্যে, তবু ভাবি মনে
যেন’ বসন্ত’ বারোমাসি —-
একা
চলি পথ
হাজার দুঃখ ভুলি
ঢাকি চোখ’ রৌদ্র ছায়া’ য়
তুলি রঙিন চশমা পড়ি, দেখি’ দূর ঐ
কালো মেঘি আর
কল্পনাতে আঁকি জীবাশ্মের
কত না ছবি, নয়’ সে’ সত্যি’ মিথ্যে’ র আদলে
জানি তা’ মৃত্যুর ই প্রতিচ্ছবি —–
ছাতাহীন
বৃষ্টি’ তে ভিজি
সকাল দুপুর সাঁঝে
ধুতে যত’ কান্নার নোনা জল
দু’ চোখে’ র মাঝে লাগে দূরত্ব ভারি
কেন’ করি’ অযথাই আর
কিসের আশে এত অভিনয়
মিথ্যে হাজার’ ছল —-
চাই না’
হতে মন আর
ছদ্মবেশী, না’ চাই
করি’ অভিনয় বিন্দু
লুকাতে মুখ এই অন্ধকারে,
থাকিতে আপন ভূবন না’ চাই’ হতে গৃহহীন,
না’ চাই
বাঁচি আর
এক পল এই বেশে, হয়ে নিজ দেশে
অচেনা’ মিথ্যে পরবাসী —-