আংশিক ছবি
নঈম হাসান
জোনাকির মাঝে অবিশ্বাস্য রংধনুর আভাস। ছড়িয়ে পরেছে পৃথিবীর প্রতিটি কোনায়। ঢেউ সাগরের মতো দুলছে এক আংশিক ছবি। এই জগৎের মাঝে কেন এই আংশিক ছবি অনুভূতি প্রকাশের বাইরে।এই সুন্দর পৃথিবীর জোনাকির মাঝে কেন এই আংশিক ছবি ভাবতে ভাবতে ক্যানভাসের আকারটা হলো ঘোলাসে বৃত্ত হয়ে রঙের কাছে প্রকাশ পেল রক্তাক্তে মরিচিকা লালবর্ণ্য। সে ছবি যতই হোক আংশিক ক্ষত-বিক্ষত যেন না হয়।
কারণ,
ছোট্ট গোলকের মরিচিকার ধন।
এটা আঁকড়ে ধরে যে রকম, হঠাৎই ক্ষতর মাঝে বিব্রত হয়ে আকর্ষণটা হয়ে যায় ক্ষয়। সে ছবির প্রতিটি কোনা আংশিক হয়ে থাকবে আংশিক ছবি।
সে এক লাবণ্য প্রতীক,
তার ক্ষত আংশিক হতে গেলে জোনাকির প্রতিটি কোনা অঝড়ে প্লাবিত হবে ছবির ঐ আংশিক মাঝে।অপূর্ব দৃশ্যে ক্ষত নেই তার, আছে শুধু,ঢেউ।
স্রোতের মণিধারায় ভাসিয়ে যায় তার
আংশিক বর্ণ্যের লাবণ্য ছবি।
সেই ক্ষতর মাঝে বিক্ষত হয়ে ও
ছড়িয়ে পরে আংশিক ছবিটাও
এই রংধনুর সাত রঙের প্রতিটি কোনায়।
সেটা হঠাৎই আংশিক থেকে আংশিকতার পরিনীতি হলেও, লাবণ্যে এক মধুময় পরিণত হলো
সেই ছবির আংশিকতায়,
এই নীল সীমানায়,
এক আংশিক অনুভূতি প্রকাশে ছড়িয়ে দিল
অনুভূতি কিছু আংশিক তথ্য টা,
রূপে লাবণ্যে সৃষ্টি হলো ছবির মধ্যখানায়
এক তুলি তে
সৃষ্টি এক ছবি
আংশিক এক মধ্য বিন্দু মাঝে
আংশিক ছবি প্রকাশ পেল
ক্ষতর মাঝে অনুভূতি দিয়ে আকর্ষণ টা
ছড়িয়ে পরে
অবিশ্বাস্য….