অমিও সুধা
মাহফুজা শিউলী
আমার কাছে মৃত্যু একটি অমিও সুধা
খুব সুখ লাগে ও সুধা পিয়াতে !
কিন্তু ও সূধার দাম যে অনেক বেশি!!
ইচ্ছে করলেই পিয়ানো যায় না কিছুতেই।
মহীয়ান গরীয়ান মহান আল্লাহর হুকুম হলে পিয়ানো যাবে তৃপ্তিতে আহঃ!
আমার স্বপ্ন আমার স্বাধ সেই পাতাল পুরিতে এখন খেলা করে নিরব নিশ্তব্ধতায়।
আমার একটি ময়না ছিল অবিরত ডাকতো আমায়।
ওর মধুডাকে পাগল আমি আহঃ কি মায়া সে ডাকে
একটু চখের আরল হলে ডেকে ডেকে ক্লান্ত হতো
গোমরা মুখে থাকতো তখন একা
আমার যতো মনের কথা বলতাম আমি সহসা
তৃপ্তি করে শুনত পাখি বলতাম আমি উল্লাসে
হঠাৎ করে ময়না আমার য়ায় হারিয়ে তেপান্তরে
কতো কথার পশরা সেজে আজও বসে রই যে চেয়ে
মনের যত কথা আছে বলব বলো এখন কাকে
ময়না আমার কথা বোঝে শান্তি পাব তাকে বলে।
আজ ও আমি নিরব থেকে কথা বলি মনে মনে ময়নার সনে।
অগোচরে ডাকি আমি নামটি ধরে জপে জপে
বলি আমি কোথায় গেলি একলা ফেলে একা করে।