এক স্বপ্নজয়ীর কথা
তানজিলা রহমান
দিনমজুর বাবার একমাত্র মেয়ে অরিনীর(ছদ্ম নাম) পরিবারের সদস্যদের অকৃত্রিম ভালোবাসার মধ্যে দিয়েই বেড়ে উঠা।পড়ালেখায় ও বেশ মনোযোগী মেয়েটা।সকল শ্রেণীতে মেধাতালিকায় অরিনীর নামটাই প্রথম স্থানে থাকে। কিন্তু অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠতেই ভালোবাসা নামক কালো ছায়া পড়ে অরিনীর উপর।
মেধাবী অরিনী ভালোবাসা নামক অগ্নিস্ফুলিঙ্গের স্পর্শে ধীরে ধীরে পড়াশোনা থেকে দূরে সরে যায়।সারাক্ষণ আনমোনা হয়ে ভাবনার জগতেই ডুবে থাকে।অরিনীর অবস্থা দেখে তার পরিবার অনেকটাই দুশ্চিন্তায় পড়ে যান।এমনকি পরিবার থেকে অরিনীকে বাল্যবিবাহের শিকার হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু অরিনীকে কোনোভাবেই রাজি করাতে পারেনি।
আত্মশক্তিতে বলীয়ান অরিনী তার পরিবারের একমাত্র সন্তান হিসেবে পরিবারের প্রতি যে তার দায়িত্ব রয়েছে সেই স্বপ্ন মাথায় রেখে শত বাঁধা আসার পরেও সে পড়াশোনাকে আঁকড়ে ধরে থাকে।কৌশলে বুদ্ধিমতি অরিনী ভালোবাসা নামক কালো ছায়া থেকে নিজেকে মুক্ত করে নিয়ে এগিয়ে যেতে থাকে। এখন অরিনী পড়াশোনা শেষ করে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছে। বাবাকে কাজ থেকে বিরত রেখে নিজের কাঁধে নিয়েছে পরিবারের দায়িত্ব।অসংখ্য ছাত্র-ছাত্রীদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত অরিনী আজ হাসছে সফলতার হাঁসি।অদম্য ইচ্ছা শক্তি দিয়েই অরিনী গড়ে তুলেছে স্বপ্নজয়ের গল্প,জীবন মানচিত্রে উড়িয়েছে বিজয়ের কেতন।।