অধিকার
– মাহাতাব হাসান এমরে
শীর্ণমূলে জীর্ণ ঘরে
কাঁদে দুচোখ ভরে,
কেউ যে তাঁহার বিশালতা
বুঝবার নাহি পারে !
বিত্ত বলে মানো নাকো
নিচু ঐ জাত জুড়ে,
তাঁদের সম্পদ চুরি করে
ভদ্রসমাজ গড়ে।
বিত্তবানদের পরিবেশে
নাহি তাঁদের-ই ঠাঁই,
তাই কী বলে প্রভু দেয়নি
তাঁদের অধিকার ভাই?
কভু তুমি বুঝো নাকো
তাঁদের হকের হরণ,
কাঁহার সাথে দুশমনি হে !
করছ তুমি বহন?
জীবন শেষের বেলাভূমি
মৃত্যুর দুয়ার শয্যায়,
কেঁদে তুমি আরশ ফাটাও
ক্ষমা পাবে হিস্যায়?
আড়পাড়া, শালিখা, মাগুরা।
১০-১২-২০২১