পাহাড়ের সমান
অথই নূরুল আমিন
নারী শব্দটি আসলেই কন্যা দিয়ে শুরু হয়
নারী শব্দটি মহারানি ভিক্টোরিয়া সমান লয়।
নারীরা হয় খুব মায়াময়। সংসারের কদর
নারীরা পায় চার পুরুষের মহা আদর।
নারীরা সব জগত সংসার এ ধরণীতে
নারীরা সব কদরে আদরে মুকুটেতে।
নারীরা কন্যা হয়। বধূ হয়। দিদা হয়
নারী স্ব ধ্যানে আপন মনে জ্ঞানী হয়।
নারীদের ধৈর্য হয় পাহাড়ের সমান
যুগে যুগে বহাল রবে নারীদের সম্মান।
নারীরা ঝুমুর নাচে যেমন নাচনেওয়ালী
নারীরা গাইতে পারে গান ও কাওয়ালী।
নারীরা ও পালন করে যার যার ধর্ম
নারীরা নিজ চিত্তে করে যায় কর্ম।
নারীরা জলন্ত কুন্ড। শান্ত মহাসাগর
নারীরা ছাড়া হয়না কোনো পূর্ণ ঘর।
অসাধারণ