পুরস্কার পাওয়া লেখকরা হলেন— কথাসাহিত্যে মহি মুহাম্মদ ও মায়িশা ফারজানা, শিশুসাহিত্যে শারমিন ইসলাম রত্না, কিশোরসাহিত্যে জামসেদুর রহমান সজীব, মননশীলসাহিত্যে তৌফিকুল ইসলাম চৌধুরী, থ্রিলারে অরুণ কুমার বিশ্বাস, কবিতায় এলিজা খাতুন এবং প্রকৃতিতে (বিবিধ ক্যাটাগরি) নূর আলম গন্ধী।
অক্ষরবৃত্ত প্রকাশনের স্বত্বাধিকারী ও প্রকাশক আনিস সুজন বলেন, মৌলিক সাহিত্যকর্ম তুলে আনার লক্ষ্যেই এই আয়োজন। ১০টি ক্যাটাগরিতে সারাদেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার পাণ্ডুলিপি জমা পড়ে। দেশের খ্যাতিমান সাহিত্যিকেরা নিজ নিজ শাখায় বিচারকের দায়িত্বে ছিলেন। কয়েক ধাপে বাছাই শেষে ৮টি পাণ্ডুলিপি নির্বাচন করা হয়।
পুরস্কার পাওয়া পাণ্ডুলিপিগুলো বই আকারে আগামী ২০২২ সালের বইমেলায় প্রকাশ করা হবে এবং লেখদের ক্রেস্ট, সনদ, প্রশংসাপত্র ও লেখক কপি হিসেবে ১৫ হাজার টাকা মূল্যের মুদ্রিত বই প্রদান করা হবে।