আমি —,কোথায় গেলে পাবো তারে
সে যে–আমায়, রেখে গেলো আঁধার ঘরে,
এতদিন ছিলাম ও রে আলোক ধারে!
এখন আমার কী হবে রে, আহা আমি কেমন করে
দেখবো তারে ঘোর আঁধারে-
আমাকে একলা রেখে গেলো কোথায় তারা ও রে।
সবাই কি ভাই এমন করে যায় হারিয়ে অতল তলে
কেউ তাহারও খবর নিতে যায়না চলে।
সকলে যায় হারিয়ে একে একে অন্ধকারে
সোনার অঙ্গ যায় মিলিয়ে মাটির ঘরে,
কেউ কাহারও নেয়না খবর, সকলে ভুলে থাকে
যে যার মতো একলা করে।