হারি-জিতি কাহারা?
—মোহাঃ রেজাউল হোসেন
আমি আছি—আমার মতোই
নিজ ভাবনার পথ ধরে,
এই জগতের–আলো আঁধার
আমারে না গ্রাস করে।
ভবো পারের জোয়ার ভাটায়
ভাসিয়ে নেয় না মোরে,
জগৎ ভোগের—মোহ মায়ায়
হারিয়ে যাই না ঘোরে।
হাসি-কাঁদি— নিজের মাঝেই
আমার চিন্তার মাঝখানে,
চৈত্রের খরা—শীতের শীতল
আমার নাহি প্রাণ টানে।
আমার স্বপ্নে বিভোর হলেও
খুঁজতে যাই না কি মানে,
চলছি ফিরছি–নিজ ইচ্ছাতে
হারজিত ছাড়া পরাণে।
কারও আকাশ–তারায় ভরে
আবার ঢাকে মেঘ দ্বারা,
আমার শুধুই সোনালী রোদ
নিজ আকাশে রয় তারা।
পরাণ চাওয়ায় ডুবতে গেলে
বসাই বিবেক পাহাড়া,
নাটাই যখন—অন্যের হাতেই
হারি-জিতি কাহারা?