হারিয়ে যাওয়া হয়ত মানা
– মাহাতাব হাসান এমরে
কেমনে করে হারিয়ে গেলে
সকল মায়া কেটে !
দুখের আঁধার নামিয়ে গেলে
কাঁদছে নয়ন ফেটে।
কেঁদে কেঁদে চোখটি ফুলাও
পাও না যদি মোরে,
কেমন করে থাকবে এখন
শূন্য হৃদয় ভরে।
নিজের ভুলের ভাবনা ভুলে
আসি তোমার কাছে,
দুখের মনটা শান্ত পাবে
একটু কথার ছলে।
হারিয়ে যাওয়া হয়ত মানা
তোমায় পাবার সুখে,
হাজার দুখের আঁধার চাঁদে
থেকো আমার চোখে !
২৯-০৭-২০২২
আড়পাড়া, শালিখা, মাগুরা।