স্বর্গ ও স্বপ্ন
নাসরীন খান
আমার স্বপ্নগুলো স্বর্গ ছুঁতে চায়
সুখ আর শান্তির অন্বেষণে
পৃথিবীর বাইরে কোন বিবাদ নেই
নেই কোন কলহ,হল্লা।
বিশৃঙ্খলতা নেই কাউকে কষ্ট দিতে
পৈশাচিক আনন্দ কারো মন মাতবে না
মানষিক বিকারগ্রস্ত মানুষের।
সীমাহীন চাওয়া – পাওয়ার থাকবে না
অধিক পাওয়ার তৃষ্ণা নেই স্বর্গে
ধনী গরীবের ভেদাভেদ নেই
তুচ্ছ বিষয় নিয়ে মারমুখী মানুষ নেই
কারণ হিসেবের দাড়ি পাল্লাতো!
জন্ম থেকে মৃত্যু অবধি সীমাবদ্ধ।
স্বর্গ তাই স্বপ্নের ঠিকানা
শেষ গন্তব্যের স্টেশনে
তার জন্য প্রস্তুতি চলে আজন্ম
আমার স্বপ্নের জন্য আমারই প্রস্তুতি।।