মন ভরে না তবু
সৈয়দা উলফাত
————————
রাজার মাথায় রাজ মুকুট
প্রজার মাথায় গামছা
সেই গামছাও খুলে নিতে ,
মন্ত্রণা দেয় চামচা।
গামছা নিলো লুঙ্গি নিল
নিল পরার শাড়ি
কেড়ে নিল জমিজিরাত,
সঙ্গে ভিটে বাড়ি।
তবু রাজার মন ভরে না
চামড়া নিলো ছিলে
বাজায় তাতে ডুগডুগি আজ,
চামচা -রাজা মিলে।
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
কবি ও মিডিয়া কর্মী ডা. খন্দকার জাহাঙ্গীর হুসাইন কর্তৃক সর্বস্বত্ত সংরক্ষিত।