চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। বহুমানুষের প্রাণহানী ও হতাহতের শঙ্কা রয়েছে। মূলত সেখানে বিষ্ফোরণ হয়েছে। ক্যামিক্যাল ও দাহ্য পদার্থ থাকায় আগুণের লেলিহান শিখা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে সর্বত্র। ঘটেছে । আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৯টা ২৫ মিনিটে সিতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় আরও ইউনিট বাড়ানো হয়েছে। বর্তমানে ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, বিস্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে চারজন নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতদের মধ্যে শ্রমিকদের পাশাপাশি ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরাও রয়েছেন।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষনিক কিছুই জানাতে পারেননি তিনি।