মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার সায়েস্তা ইউনিয়নের শিবপুর এলাকায় শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার সায়েস্তা ইউনিয়নের শিবপুর গ্রামের সাবের মোল্লার ছেলে শাহিনুর ইসলাম (৩৬) ও হযরত আলীর ছেলে রুবেল (৩৮)।
স্থানীয়রা জানান, উপজেলার সায়েস্তা ইউনিয়নের শিবপুর গ্রামের সাবের মোল্লার ছেলে শাহিনুর ইসলাম ও হযরত আলীর ছেলে রুবেল বাড়ির পাশের কালিন্দী বিলে দুপুরে গরুর জন্য ঘাস কাটতে যান।
এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কিছু বুঝে উঠার আগেই বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়। তাদের পরিবারে চলছে শোকের মাতম।