সাভারে সিঙ্গার ফ্রিজ তৈরির কারখানার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
ফায়ার সার্ভিস জানায়, সকালে সিঙ্গার কারখানার ওই টিনসেড গুদামে ভয়াবহ আগুন লাগে। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। গুদামে ফ্রিজের পাশাপাশি রঙ ও ক্যামিকেল জাতীয় উচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন বস্তু ছিল। তাই আগুনের তীব্রতা বেশি হওয়ায় পুরো গুদামটি পুড়ে গেলেও বেলা পৌণে ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
এ ঘটনায় ঢাকা আরিচা মহামসড়কের উভয়পাশে যানচলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে আটকা পড়েছে কয়েক হাজার যানবাহন।
এদিকে এ ঘটনায় ওই এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে সাভার পল্লীবিদ্যুৎ। ফলে শতাধিক গার্মেন্টস কারখানা ও ১০ সহস্রাধিক আবাসিক গ্রাহক বিদ্যুৎ সরবরাহের বাইরে আছেন।
তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাজহারুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে।
সূত্র : ইউএনবি