বুধবার দুপুরে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। খেলাধুলা করতে গিয়ে সাভারের হেমায়েতপুর এলাকার মুসলিমপাড়ার পার্শ্ববর্তী ডোবার পানিতে ডুবে ইব্রাহীম হোসেন নামের ৬ বছরের একটি শিশু মারা গিয়েছে।
এলাকাবাসী জানায়, শিশুটির পিতা মাতা পোষাক কারখানায় চাকরীর সুবাদে মুসলিমপাড়া পাগলির বাড়ীতে ভাড়া থাকে।শিশুটিকে বাসায় রেখে তারা প্রতিদিনের মত কারাখানার কাজে চলে যায়। এদিকে শিশু ইব্রাহীম হোসেন মহল্লার অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। হঠাৎ সে খেলাচ্ছলে পানির নিকটবর্তী হলেই নর্দমায় পানিতে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা সংবাদ পেয়ে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।