জলময়ূরী কন্যা তোমার
মেঘের দেশে বাড়ি,
জলের শাড়ি জড়িয়ে নামো
নইলে আমার আড়ি।
আভিমানের মেঘ জমিয়ে
হঠাৎ হারাও কই ?
বুকের জমিন রোদ পুষেছে
আর কতকাল সই !!
জলময়ূরী নামবে কখন
লাজুক লাজুক দৃষ্টিতে,
প্রেমের জ্বরে হোক কাঁপুনি
ভেজাও তোমার বৃষ্টিতে।
জলময়ূরী একটু এসো
সেই গিয়েছো কবে !
তোমার ছোঁয়ায় সিক্ত হবো
বৃষ্টি অনুভবে।
ডা. মো. জাহাঙ্গীর হুসাইন
ডা. মো., আজ ১১:১৩ অগ -এ-এ পাঠিয়েছেন
অভিনন্দন জলময়ুরী🥀🥀😍😍
অভিনন্দন জলময়ুরী
অশেষ কৃতজ্ঞতা বাংলাদেশ ভূমি পরিবার।
লেখাটি ভালো। উপমা ও চিত্রকল্প লেখাটিকে অন্য রকম স্যাপ দিয়েছে। লেখককে অভিনন্দন। ভালর তো শেষ নাই। আরো প্রাণবন্ত লেখা চাই।
অসাধারণ লিখেছেন ভাই আমার