শাশ্বত
…. আনোয়ার হোসেন
অবেলায় বসে স্মৃতি হাতড়াই
চাওয়া-পাওয়ার হিসেব মিলাই
ধু ধু ফাঁকা মস্তিষ্কে কিছুই ধরা পড়েনা
বয়সের ছাপ পড়েচজে চোখেমুখে
কেউ কেউ বলে মধ্য বয়সে পৌঁছে গেছি
অথচ অবাক হয়ে ভাবি-
এই যে চারটি লাইন লিখতে গিয়ে
যে কলমের কালি ফুরোলো
সেই দৃশ্যমান বিষয়টিই ধরতে পারলাম না
চাইলে নিশ্চিত হওয়া যেতো কলমের আয়ুষ্কাল নিয়ে
কিন্তু সেটা সম্ভব হয়নি।
তাহলে কিসের ভিত্তিতে বলেন মধ্য বয়স?
আসলে আমি দাঁড়িয়ে আছি আমার জীবন সায়াহ্নে
চিন্তার জগতে এটাই শেষ ভাবনা
স্মৃতি-বিস্মৃতির দেয়ালে যা ধরা দেয়নি
তা হয়তো আর কখনোই ধরা দিবেনা
নতুন কোনো ভাবনা আর আলোড়িত করবেনা
অথবা অনাদিকালের যে ভাবনা
কেউ ভাবেনি কিংবা ভাবার কেউ আসবেনা
সেই ভাবনা গুলোর জন্য
আমাকে টিকে থাকতে হবে শত সহস্র বছর
যার কাছে আমার বর্তমান বয়স অতি ক্ষুদ্র
কেন মানুষ স্মৃতি হাতড়ায়?
কেন মানুষ চাওয়া-পাওয়ার হিসেব মিলায়?
আসলে এই পার্থিব জগতে সবাই ব্যস্ত থাকতে চায়
জন্মের শুরুটা হয়েছে ছুটতে ছুটতে
তারপর থেকেই মানুষ শারীরিক বা
মানসিকভাবে ছুটে চলেছে, বিরামহীন
হয়তো তা দৃশ্যমান অথবা অদৃশ্য
এই যে প্রায়শই বলছি অলস সময়
কোথায় সেই অলস সময়?
তাকে কোথায় থামতে দেখেছে কে?
কোথায় সে স্থির? সময় ছুটেই চলেছে।
এই ছুটে চলাই ভাবনা অথবা জীবন
স্মৃতি-বিস্মৃতির মিল বা
চাওয়া-পাওয়ার হিসেব বলে কিছু নেই।
যা কিছু আছে তা শুধুই অপেক্ষা
জন্মের থেকেও সত্য মৃত্যুর
যা কঠিন সত্য এবং শাশ্বত।