বাস্তবতার মুখোমুখি
তানজিলা রহমান
আবেগি কৈশোর করেছি আমি পার,
মুখোমুখি হয়েছি আজ বাস্তবতার।।
হারিয়েছি আজ আমি দায়িত্বের ভীরে,
যান্ত্রিক মানবী আমি নিষ্প্রাণ হচ্ছি ধীরে ধীরে।।
দেহের ক্লান্তি আর মনের বিষন্নতায় হয়েছি আজ আমি বদরাগী,
স্বপ্নবিলাসী সেই আমি হারিয়েছি আমার স্বপ্ন বোনা আঁখি।
জীবন সে যে এক মহাকাব্য,
হয়েছে এখন আমার বোধগম্য।
পথ চলতে গিয়ে আমি দুর্বার,
মুখোমুখি হয়েছি আজ আমি বাস্তবতার।।