ধর্ম শিক্ষা
– মাহাতাব হাসান এমরে
শিক্ষার আলোয় তমসা দূর
ক’জন তাহা ফুটে?
বাচ্চা শুয়োর অর্থ খোঁজে
অন্যের সম্বল লুটে?
যেজন তারে শিক্ষা বলে
নিচু তবে কে যে?
ধর্ম শিক্ষার আলোক পায়নি
তব নিচু সে যে !
শুয়োর ছানার অর্থনীতি
সুদি অর্থ সবি,
গরীব জনের আশাটুকু
আঁটকে রাখা ছবি।
এহেন জনে ধর্ম শিক্ষা
আলো দিতে যাবি?
যদি তাহার ভাগ্যে জোটে
ধর্মের আলোর চাবি?
হাজার লোকে আলোক দিবে
একাই প্রদীপ জ্বালি,
ধর্মের শিক্ষাই শ্রেষ্ঠ শিক্ষা
জীবন অন্যের জ্বলি।
কোথায় আছ মুমিন মুসলিম
আপন ঘরে ডুবি?
দাও না তারে আল্লার পথে
ধর্ম শিক্ষার চাবি !
মুমিন মুসলিম কেমনে আছে
শান্তির ঘরে ঘুমি?
আপন জনে যাচ্ছে দূরে
কুরআন-সুন্নাহ্ ভ্রমি।
নবীর শিক্ষা দাওয়াত দিয়া
তাঁর ওয়ারিশ হবি,
মুমিন জনের বিশ্রাম কেবল
কবর শোয়া ছবি।