লকডাউন নামা ০১-০৮
খন্দকার জাহাঙ্গীর হুসাইন
০১.
বেকার এখন লক ডাউনের
ভীষণ চাপে চাচা
দীর্ঘ একটা শ্বাস ছেড়ে কয়-
যাচ্ছেনা আর বাঁচা!
০২.
করিম আলী কর্মহারা
লক ডাউনের ফাঁদে
তেরো মাসের শিশু তাহার
ক্ষুধার জ্বালায় কাঁদে।
০৩.
ছোটো খাটো চায়ের দোকান
হচ্ছিলো যা আয়
যাচ্ছিলো দিন নৃপেন কাহার
এখন চলা দায়।
০৪.
খাদেম আলীর ছোট্ট পেশা
বাজার ঝাড়ু দিতো
থাকলে খোলা দোকান গুলো
দু’চার টাকা নিতো।
০৫.
লক ডাউনে বন্ধ সকল
খাদেম আলী কয়-
সংসারে তার বন্ধ চাকা
ক্ষুধায় মরার ভয়!
০৬.
নোমান আলীর টিউশনি নাই
পকেট এখন ফাঁকা
কেমনে যাবে দিন যে এখন
কোথায় পাবে টাকা?
০৭.
প্রতিদিনই মরছে মানুষ
অতিমারির ঢলে
বাঁচার উপায় কেউ জানেনা
আবোল তাবোল বলে।
০৮.
মনাই মিয়া দুঃখ করে
প্রকাশ করে জ্বালা
লকডাউনের ফাঁদ না পেতে
মরণ থেকে পালা!’
07.07.2021
প্রিয় ছড়াকার তুমি দুঃখীদের নিয়ে লেখ।
তাদেরকে তুমি মানবতার চোখে দেখ।
তাদের ব্যথায় তুমি ব্যথিত, চোখে তব জল।
দেখবে লেখায় উঠবে একদিন প্রতিবাদের ঢল।
তোমার কলমকে রুখে দেবার সাধ্য কার।
তাইতো তুমি আমার প্রিয় ছড়াকার, খন্দকার।
তোমার কলম দঃখীদের কষ্ট লিখেছে চমৎকার।
বাহ! খন্দকার তুমিই সেরা ছড়াকার।
কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ