ভাল লাগেনা আর:-
রেদওয়ানুল করিম রনজু
ক্ষয়িষ্ণুতা ধেয়ে আসছে
জীবনের পরতে পরতে।।
সব কিছুতেই কেমন জানি
শেষ শেষ ধ্বনিত।।
হাড় মাংস অস্থি-মজ্জা
মেধা মনন জানান দিচ্ছে
কতটা অপ্রয়োজনীয় আর
অপাংক্তেয় হয়ে পড়ছি।।
বিশ্বস্ততা, গ্রহণ যোগ্যতা সবই
এখন শূন্যের কোটায়।।
চারিদিকে অবিশ্বাসের ঘেরাটোপ
সব সত্যতায় মিথ্যায় পর্যবসিত।।
দুই দিনের এই দুনিয়ায় আসা
যাওয়ার নিয়মই সত্য।।
আসা হয়েছে দেখা হয়েছে
এবার যাবার পালা।।
শারীরিক অবয়ব ও পারিপার্শ্বিকতা
জানান দিচ্ছে কত দ্রুত শেষ হয়ে
যাচ্ছে বরাদ্দ কৃত সময়
এবার যাবার প্রস্তুতি সম্পন্ন করতে হবে।।
একান্ত কাছের এবং পাশের জনও
বুঝতে পারছে না কতটা ক্ষয়িষ্ণু হয়ে পড়েছি।।
ভাল লাগেনা মায়াহীন এ পৃথিবী আর
ভেজা চোখ ধরে রাখে শুধু
অবুঝ বোবা কান্না।।
#০৮ জুন ২০২৪