মৃত্যু
রেজাউল রানা
মৃত্যু আমায় ডাকিতেছে দিচ্ছে রে হাতছানি,
এই দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে জানি।
দেহ থেকে হঠাৎ একদিন চলে যাবে শ্বাস,
কেউ খুঁড়িবে করব আমার কেউ কাটিবে বাঁশ।
আইসা ভবে যেতে হবে বিধাতার বিধান,
থাকতে ভবে করো সবে বিধির গুনগান।
এই দুনিয়ায় চির জীবন থাকার যায় গা নয়,
থাকতে সময় আল্লাহ কে করো মানুষ ভয়।
আজরাইলে কোনদিন জানি পরাবে হাতকড়া,
দেহ থেকে গেলে রে দম মানুষ বলে মরা।
মরা বলে রেখে দিবে বারান্দার এক পাশে,
শেষ দেখাটা দেখতে কত আপন জনে আসে।
কবরেতে লাশের সাথে কেউ যাবে না জানি,
সাথে যাবে আমলনামা নিথর দেহ খানি।
আমলনামা বলে দিবে দুনিয়ার সব কর্ম,
কেমন তুমি ছিলে মানুষ কেমন তোমার ধর্ম।
ফেরেস্তা আসিয়া যখন করবে সওয়াল জবাব,
কেমনে হিসাব দিবে তখন থাকলে নেকি অভাব।
নেক আমলে চলে গেলে সহজ হবে হিসাব,
অন্ধকার ঐ কবরেতে থাকবে না রে আজাব ।
থাকতে মানুষ দুনিয়াতে কর ইবাদাত,
পেতে হলে কবরেতে খোদার নেয়ামত।
খোদার দিদার পেতে হলে করো নামাজ রোজা,
আখিরাতে থাকবে না রে পাপের কোন বোঝা।