রূপের জাদু
নিলুফা ইসলাম
তোমার রূপে পাগল আমি
বুকে লাগে টান
আড়াল হলে প্রাণে মরি
মারছো বুঝি বান।
লোকে বলে বেজায় কালো
আমার চাঁদ তারা
বাঁচতে চাইনা একটি দিনও
বন্ধু তোমায় ছাড়া।
কালো চোখে যায় হারিয়ে
রূপের নেইকো শেষ
তোমার রূপের জাদুর ছোঁয়ায়
ছাড়লাম নিজের দেশ।
কালো রূপে যেই মজেছে
সেই তো জানে সুখ
যেখানে যাই সেই খানেতে
দেখি বন্ধুর মুখ।