সারা দেশে বিএনপির নেতা কর্মিদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা – গায়েবী মামলা, নির্বিচারে গণ গ্রেফতার করে মিথ্যা মামলা ও পুলিশি হামলা হয়রানীসহ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎতের লোডশেডিং এবং সরকারের সর্ব গ্রাসী দূর্ণীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ২০ মে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে বেলা ১২ টার দিকে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শুরুর আগে পুলিশের এসআই রেজার নেতৃত্বে একদল পুলিশের বাধার কারণে মঞ্চ খুলে ফেলতে বাধ্য করে। পরে খোলা মাঠে চেয়ারে দাঁড়িয়ে বক্তব্য দেন নেতা কর্মিরা।
উক্ত প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা মোঃ জয়নুল আবেদীন ফারুখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম, মাসুকুর রহমান প্রমুখ।
বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুখ তার বক্তব্যে বলেন, এই জুলুমবাজ সরকার জনগনের ভোট জালিয়াতি করে ক্ষমতায় বসে আছে। জনগনের চাহিদা পুরনে আওয়ামিলীগ সরকার ব্যার্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে সুষ্ঠ নির্বাচন দিন । তা না হলে আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না। সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগে শহরের বড় মসজিদ এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মিরা বিএনপির কেন্দ্রীয় নেতাদের গাড়ী বহরে হামলা চালায়। এসময় হামলাকে কেন্দ্র করে ছাত্রলীগ যুবলীগ ও বিএনপি সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।