মুক্তিসেনা
মাহমুদ শরীফ
দাদী বলেন- বিড়াল দেখে
তোর বাপে ভয় পেত
সে জন্যই আমায় ছেড়ে
কোথাও না যেত।
একাত্তুরের যুদ্ধে যেয়ে
হলো শেষে বীর
অস্ত্র হাতে ছুটে গেল
ছেড়ে আমায়-নীড়।
হারিয়ে গেল ফিরলো না আর
শূন্য আমার বুকে
জানিস দাদু, কোথায় মানিক
আজও আছে সুখে ?
বুঝিনা যে কিছুই আমি
দাদীর কথার মানে
ভেজা চোখে চেয়ে থাকে
দাদী আমার পানে।
দাদী বলেন- শোনরে ভাই
নিস্না মনে দুখ
তোর বাপ যে মুক্তিসেনা
গর্বে ভরে বুক।