ভালোবাসার রং
মাহফুজা শিউলী
ভালোবাসার রং কি!
ভালোবাসা কাকে কয়!
ভালোবাসা ভোগে!?
নাকি ভালোবাসা ত্যাগে!?
বুঝি না আমি দূর্বল মনে।
ভালোবাসা বয়সে!
ভালোবাসা আবেগে!
ভালোবাসা অর্থে!!
নাকি ভলোবাসা দেহে!?
বুঝি না আমি দূর্বল মনে।
ভালোবাসা মনের অজান্তে!
ভালোবাসা পরিকল্পনায়!
ভালোবাসা ধোঁকাবাজিতে!
নাকি ভালোবাসা লোক লজ্জায়!?
বুঝি না আমি দূর্বল মনে।
ভালোবাসা রং বদলায়!
ভালোবাসা সার্থ দেখে!
ভালোবাসা লুকোচুরি!
না কি ভালোবাসা সময় কাটায়!?
বুঝি না আমি দূর্বল মনে।
ভালোবাসা ক্ষনিকের জন্য পাওয়া!
ভালোবাসা ধরাবাঁধা নিয়মে থাকা!
ভালোবাসা লোক চক্ষুর আরালে রাখা!
নাকি ভালোবাসা অভিনয় করা!?
বুঝি না আমি দূর্বল মনে।
আমার দূর্বল আত্মায় বলে ভালোবাসা মহান!
ভালোবাসা আত্মিক!
ভালোবাসা ঐশ্বরিক!
ভালোবাসা আল্লাহর দান!
ভালোবাসা দুটি আত্মার পবিত্র টান!
আর ভালোবাসা শতো বিপদে দুটি আত্মা দুটি দেহ দুটি মনের মাঝে একাকিত্বে জড়িয়ে থাকা।