মানুষের দৃষ্টিভঙ্গি
-বিচিত্র কুমার
আজকাল ভাল্লাগে না মানুষের গতি মতি;
সব জায়গায় ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি।
আমি রৌদ্রের ফুলকি-
গনগনে ডগমগে আকাশে ফুটছি;
ধিরেধিরে অতি তীব্র হয়ে উঠছে আমার রাগ
ঘোড়ার বেগে চারদিকে ছুটছি।
গাছপালা বৃক্ষ শীতল হাওয়া বাতাস
আজ থেকে তোমাদের দিলাম ছুটি;
যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে:
মানুষের দৃষ্টিভঙ্গি।