স্টাফ রিপোর্টার: ভয় ভীতি প্রদর্শন ও হামলা করে নিরীহ মানুষকে এলাকা ছাড়া করে ভূমি দখলসহ একাধিক অভিযোগ উঠেছে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্যদের বিরুদ্ধে।
বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করে প্রশাসনের আনুকুল্য পেতে এবং ভীতি ছড়িয়ে দিতে ওই ইউপি সদস্য হুমায়ুন কবীর বিভিন্ন গ্রাম থেকে মানুষ ডেকে এনে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে আবার মাদক বিকিকিনির ভূয়া অভিযোগ তুলে অপপ্রচার করেছেন।
ভুক্তভোগী ছেষট্টি বছরের বৃদ্ধা গোলেনুর বেগম বলেন, হুমায়ুন কবীর মেম্বার একটা অসৎ লোক। ভিন্ন গ্রাম থেকে লোক ডেকে এনে সংবাদ সম্মেলন করে আমার এবং আমার ছেলে লালন খানের বিরুদ্ধে মাদক ব্যবসার মত জঘন্য অপবাদ ছড়িয়ে মিথ্যা অপপ্রচার করছে। মূলত সে নিজের অপরাধ ধামাচাপা দিতেই এমন সব আয়োজন করে বেড়াচ্ছে।
অপরদিকে, আরেক ভুক্তভোগী ছানোয়ার মোল্লার ছেলে আলআমিন (২৪)বলেন, হুমায়ুন মেম্বার আমার মা-বাবাকে প্রচুর প্রহার করে। তার ভয়ে আমার বাবা এলাকা ছাড়া হয়েছে। আমি ঘর দরজা ভেঙে রসুলপুর গ্রামে চলে এসেছি। তারপরও তারা হুমকী ধামকী দিচ্ছে। মানব বন্ধন করে আমার বিরুদ্ধে মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ করেছে।
এলাকা বাসী বলেন, আলামিন কখনোই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো না। সে রাজ মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে।
ছানোয়ার মোল্লার পিতা সোবাহান মোল্লা বলেন, হুমায়ুন মেম্বার আসলেই দুষ্ট লোক। তার ভয়ে আমার ছেলে এখন এলাকা ছাড়া হয়েছে। গ্রামে ফিরতে পারছে না।
এসব বিষয়ে, ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবীরের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যারা আমার বিরুদ্ধে এসব অভিযোগ করছেন, তারা মূলতই মাদকের সাথে সম্পৃক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে। তারা মাদক সেবন, বিকিকিনি থেকে শুরু করে সব ধরণের অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন। আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করছি, এলাকা থেকে মাদক নির্মূল করার জন্য।