ফিরোজা রঙের কষ্ট
মনিরুল হক
প্রতিটি রাতে বিছানায় জেগে উঠে
এখনো ঘুমন্ত হাস্নাহেনা।
দখিনা হাওয়ায় কেঁপে উঠে
এক মায়াবী কিশোরীর সাদা-কালো ছায়া।
অভিমানী শার্ট, মেঘ আর কোকিলের
মাতাল অথৈ চোখ।
আর ঘরের ছাদে লেপ্টে আছে,
একগুচ্ছ ফিরোজা রঙের কষ্টের ছোপ।
সিঁড়ি ভেঙে ডেকে উঠে
একটি ছটফটে পাখি।
বারান্দায় কলকল করে উঠে
নির্ঘুম নক্ষত্রের ঝাঁক।
মায়াবী পাখি ও নক্ষত্ররা কেড়ে নেয়
রাত্রির কালো আঁখি ।
আমার দিনলিপি থেকে
কর্পূরের মত উড়ে যায়
অবিনাশী সুখগুলো।
বুক থেকে টুপটাপ শব্দে
ঝড়ে যেতে থাকে লাল-নীল
স্বপনেরা।
দুখের দহনে নির্বিকার আমি
গিলে ফেলি কষ্ট-যন্ত্রনার
সুরা।
মায়াময় পৃথিবীকে পিছনে ফেলে
একাকী পড়ে থাকি
ঝিনুকের মত।
কষ্টগুলো সব বাতাসে উড়িয়ে
উষ্ণতম দিনের গরম হাওয়ার মতন
সবকিছু পাড়ি দিয়ে
হেঁটে যায় ক্রমাগত দূরে…..
কুষ্টিয়া
Valo basha roylo via