‘ নক্ষত্র’ র
মৃত্যু’
-আইনুল হোসেন সানু
শুক্ল পক্ষ
কবে-ই নিয়েছে বিদায়
ঘুনাক্ষরেও
বুঝি’ নি তা হায়
কৃষ্ণ পক্ষ কখনওই খুঁজিনি তাই !
তিথির খোঁজে
পঞ্জিকা র পাতা উল্টায় !
পূর্নিমা’ আশে আজও
অনন্ত অপেক্ষা’ তাই নির্ঘুম
জাগি রোজ প্রহরায় !
সীমা’ হীন ঐ
চেয়ে দূর ক্ষীণ অস্পষ্টার আভায়
দেখি আলো করে বুক’ নিচ্ছিদ্রতায়
রোজ আকাশ’কে সাজায়
দ্যুতিময় নক্ষত্র’ রা মিটিমিটি হাসে
রাত ভর কথা’ কয়,
ভোরের আগে-ই মন খারাপের
গল্পের মত কোথা’ যেন’ হঠাৎ লুকায়,
দিন ভর খুঁজেও দেখা না’ পাই !
চোখে’ র কোণে
কষ্টের অশ্রুজল নিরবে শুকায়
ভুলেও মুছা হয় না আর
ভুলেও
ভেবো’ না’
আলোক ময় ঐ
মনাকাশে তোমার
আমিও তেমন’ ই নক্ষত্র’ ময়
কারণ
ওরা যে’ অবিনশ্বর আর
ক্ষণিকের অতিথি আমি ক্ষণেক ক্ষেপণে
দ্রুতই নিঃশ্চিহ্ন কর্পুর ময় …
দেখো একদিন
নিশ্চিত অলক্ষ্যে তোমার
নেবে বিদায়….
বৈষম্যের
ঘা-য়ে সজ্ঞাণে
বার বার বুঝি তাই হোঁচট খাই …..
লাকসাম, ২৯ মে’ ২০২১