তবু আমাদের ঘাম ঝরানো দেহ
আজও পায়নি বুঝে শ্রমের ন্যায্য দাম।
আমরা কৃষক শ্রমিক কুলি মজুর কাঙ্গালি অসহায়
দাও মিটিয়ে দাও আমাদের শ্রমের ন্যায্য মূল্য।
আমরা তোমাদের দুয়ারে ভিক্ষা চাইতে আসিনি,
তাই যে ভিক্ষুকের মত এক মুষ্টি চালের আশায়
সারাদিন অপেক্ষার প্রহর গুণতে হবে।
আমরা তো দেশের নিপুণ কারিগর
খরা দূর্যোগের মাঝে দেশের ধরি হাল
দেশের সম মানবের মুখে অন্ন জোগায়।
গ্রীষ্মের উষ্ণতার মাঝে কিংবা কনকনে ঠান্ডা শীতে
ধুলোবালি গায়ে মেখে ধান কাউনের মাঠে
সবুজ শ্যামল সোনার ফসল ফলায়।
আমরা কুলি আমরা মজুর আমার-ই দেশের বল,
দেশ মাতাকে রক্ষা করতে আমরা করেনি ছল।
আমরা মহা সৈনিক মহাপ্রলয় আমাদের নেই ভয়!
অকূল দরিয়ার বুকে দিয়েছি পাড়ি বিশ্ব করেছি জয়।