বৃষ্টি খালা
©নূর-ই-ইলাহী
আষাঢ় এলে মোদের গাঁয়ের কদম ফুলের হাসি পায়,
আমার খালা টিনের চালে টুপটুপিয়ে নেচে যায়।
আমার মায়ের আপন বোন বৃষ্টি খালা মনি,
বোনের বাসায় নিয়ে এলো ঝুমঝুমিয়ে পানি।
পানি তো নয় যেন তাহা মায়ের চোখের জল,
বোনকে কাছে পেয়ে মায়ের চোখ করে ছলছল।
সেই সে ছোট্ট বোনটি আমার, এতদিন পরে এলি!
আমার ছেলে; আমি, তুমি একসাথে আয় খেলি।
আমার মায়ের এমন কথায় বৃষ্টি খালাসহ,
আমরা সবাই অঝোর ধারায় ভিজিয়ে নিলাম দেহ।
আমায় নিয়ে খালা মায়ের মধুর টানাটানি,
খেলছি সবাই আষাঢ়, শ্রাবণ, বৃষ্টি, খালামনি।