বুবু
তাজ ইসলাম
বুবুর নিষেধ পৌছে গেছে
সকল রুমে রুমে
রুনুর বারণ টিভি দেখা
জুনুর অধিক ঘুমে।
বুবুর নিষেধ কানে কানে
দেয়া হল পৌছিয়ে
ক্রিকেটখেলা হা ডু ডু আর
বারণ আছে বৌছিয়ে।
বুবুর ভয়ে জড়োসড়ো
বুবুর ভয়ে ভীত
ঠোঁটেরা আর বুবুর ভয়ে
হয় না হেসে স্ফীত।
বুবুর কাছের আমরা যারা
অবুঝ খুকীখোকা
বুবু তাদের বুকে দিলেন
ঢুকিয়ে ভয়ের পোকা
বুবুর ভয়ে বন্ধ এখন
সকল কাঁদা হাসি
ও বুবুগো আমরা তোমায়
ক্যামনে ভালোবাসি!
বুবু যখন দোষ করে আর
আমি উহা ধরি
উল্টো আমায় ধমক মারে
কয় না মোটেও সরি!
বুবুর সাথে কইনি কথা
আমরা এখন ভয়ে
বুবুর শাসন আমরা সবাই
চোখ বুঝে যাই সয়ে।
বুবুর ভয়েই কাঁদি না আর
বুবুর ভয়েই হাসি না
কেউ বলি না ভয়েই বুবু
তোমায় ভালোবাসি না।
যৌথ পরিবারে আছি
আমরা খোকাখুকি
বুবুর ভয়ে জড়োসড়ো
বন্ধ টুকাটুকি।
বুবুর থাকে চক্ষু গরম
দাঁত থাকে কিড়মিড়
বড় হয়ে বুবুর শাসন
করব যে চৌচির।
এই বাড়িতে তোমায় বুবু
থাকতে দিবনা গো
তাড়াতাড়ি তুমি বুবু
শশুড়বাড়ি ভাগো।
বুবুর জ্বালা আমরা এখন
সইতে পারি না যে
শাসন বুবুর ভাল্লাগে না
কইতে পারি না যে।