কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে সৌরভ দত্ত নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে।
শুক্রবার (২১ মে) সকাল ১১ টার দিকে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ। তার বাবার নাম শুক রঞ্জন দত্ত। সে ডেফোডিল ইউনিভার্সিটিতে অধ্যয়রণত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান জানান, বুধবার রাতে নিজের ফেসবুক আইডি থেকে তার এক বন্ধুকে মেসেঞ্জারে মহানবী মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন। যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। পরে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সৌরভ দত্তকে থানায় আনা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে’।