বাঁশ
কে,এম,তোফাজ্জেল হোসেন (জুয়েল খান)
বাঁশ বাঁশ বাঁশ আছোলা বাঁশ পাকা বাঁশ পোড় অলা বাঁশ
নতুবা লম্বা তল্লা বাঁশ, বাঁশ লাগবে বাঁশ জাওয়া বাঁশ ও
আছে আছে ঝাড়ের পুরাতন হুলো বুড়ো বাঁশ ডানে বাঁশ
পেঁচা, স্বর্ণ, ডলু, কালো, তেঁতুয়া, থাই,মাকলা, মিতিঙ্গা
বরাক, রেঙ্গুন, ফারুয়া, বেথুয়া,ব্রান্ডিসি, বাইজ্জা, মাকলা
কাঁটা, হেজা, লাঠি, ঘটি,জিগজ্যাগ, বারওয়ারী, বরাক
কনককাইচ, মুলি ও বোম্ব বাঁশ বামে বাঁশ চারিদিকে বাঁশ
আরও বাঁশ বাঁশের রাজ্যে চীনে আছে ৫০০ প্রজাতির বাঁশ
ব্রাজিলে আছে ২৩২ প্রজাতি বাঁশ আর বাংলাদেশে ৩৩
প্রজাতির বাঁশ আছে পরিণত দেশে যেখানে সেখানে বাঁশ
চলে হরদম কথায় কথায় বাঁশ দিয়ে কাজ কতো জনে সারে
আমাদের সমাজ কত শত কাজে বাঁশ প্রয়োজন কাঁচা বাঁশের
ঘর বানায়া পিছে দিছো ঘুণ লাগায়া এই যে দেখ সাধের
বেড়া কাইটা হচ্ছে ছেড়া বেড়া পাশের বাড়ির ভাসুর দেওরা
দেখে হাসে দাঁত কেলাইয়া কোন তুফানে যাইবে পড়ে ঘরে
বাঁশের ডেরা মেঘের ডরে বুক কাঁপে থর থর ঘূন লেগেছে
ফাঁপা বাঁশে আর ফাঁকা বেঁড়ার ফাঁকে এখন রোদ বৃষ্টি পড়ে
বাঁশ নিয়ে কারবার চলে কারন অকারণে পথে ঘাটে
আমাদের দেশে খুব জনপ্রিয় বাঁশ নামেরি ঘাস বাঁশ দিয়ে
আজ তাই দেশ ভরে দেশের সেরা বাঁশ বাঁশ লাগছে রাস্তা
ঘাটে ভরছে ব্রিজ বাঁশে বাঁশে বাঁচছে টাকা আজ কাল কি
হবে না জেনে সব নাচছি বাঁশের বাঁশি নিয়ে ভেবে সব হিসাব
কষে যায় উপর মহল থেকে নিচের মহল চারিদিকে দেখে
বাঁশের দখল চলছে কাজ বাঁশের যে খানে যে দিয়ে যায় বাঁশ
বাঁজিয়ে বাঁশের বাঁশি করে সর্বনাশ সরকারি ভবনেতে প্রাণের
বেড়ে যায় ঝুঁকি থমকে পড়ে রড রডের বদলে বাঁশ দেয়া হয়
রেল লাইনে বাঁশ রাস্তায় বিছিয়ে বাঁশ দিয়ে পূজা হয় জনতা
দেখে সব চমকিত চোঁখে ভাবিনি কখন হায় এই হবে শেষে
সোনার দেশটা আজ ভরে যাবে বাঁশে বাঁশে বাঁশে শেষ মেষ
বাঁশ বাঁশ বাঁশ আছুলা বাঁশ পাকা বাঁশ পোড় আলা বাঁশ
নতুবা লম্বা তল্লা বাঁশ বাঁশ লাগবে বাঁশ জাওয়া বাঁশ ও
আছে আছে ঝাড়ের পুরাতন হুলো বুড়ো বাঁশ ডানে বাঁশ
পেঁচা, স্বর্ণ, ডলু, কালো, তেঁতুয়া, থাই,মাকলা, মিতিঙ্গা
বরাক, রেঙ্গুন, ফারুয়া, বেথুয়া,ব্রান্ডিসি, বাইজ্জা, মাকলা
কাঁটা, হেজা, লাঠি, ঘটি,জিগজ্যাগ, বারওয়ারী, বরাক
কনককাইচ, মুলি ও বোম্ব বাঁশ বামে বাঁশ চারিদিকে বাঁশ
আরও বাঁশ বাঁশের রাজ্যে চীনে আছে ৫০০ প্রজাতির বাঁশ
ব্রাজিলে আছে ২৩২ প্রজাতি বাঁশ আর বাংলাদেশে ৩৩
প্রজাতির বাঁশ আছে পরিণত দেশে যেখানে সেখানে বাঁশ
চলে হরদম কথায় কথায় বাঁশ দিয়ে কাজ কতো জনে সারে ।।