প্রিয় অসুখ সে
মাহফুজা শিউলী
আমার ক্লান্তি ক্ষয়ে তোমার মধু নামের পরশ
অমিয় সুধা বর্ষণ করে মম হৃদয়ে,
আর্তনাদ করি যখন না পাই তোমায়
প্রিয়!!
তব বিরহে বিরহী মালা গলায় পড়ি তখন।
বিষের জ্বালায় ছটফট করি দিবানিশি,
আহ্ কি যে শান্তি তখন নিজতেজ এদেহে!!
এ যে বড্ড প্রিয় অসুখ প্রিয়তমেষু
অবস এ দেহজুড়ে তুমিই অবশেষে ।
নিস্তেজ এ দেহ শুধু ধুক ধুকি হৃদপিণ্ডে!!
সেথায় ও দমে দমে তোমায় আমি যোপি
কী আশ্চর্য আকর্ষণ প্রিয়।।
এ যে বড্ড প্রিয় অসুখ প্রিয়তমেষু!
এ যে মর্মে মর্মের বাণী হৃদয় স্পর্শী
এযে ক্ষণে কাঁদায় ক্ষণে হাঁসায় ওগো জীবনদাত্রী।।
ধুঁয়াশা এ আখিঁ পাতে সবই যেন ঝাঁপশা,
শুধু তুমি তোমার মুখ্যছবি শুধুই উদয়মান এ হৃদয়পটে।
অন্তর্যামী জানি সবি জানা আছে তোমার তবে কেন এ ছলাকলা!!
কেন এ বিরহের জ্বালাময়ী জ্বালা।।
এ যে এক প্রিয় অসুখ প্রিয়তমেষু!
মধ্য প্রহরে তোমায় খুঁজি একান্তে একাকি,
আাহ্ মনের আকুতি বিলায়ে দিই সকলি তোমায় বলি!!
সেই ক্ষণ যেন মধুচন্দ্রিমা মম হৃদগৃহে,
চাওয়া পাওয়া যেন ক্ষণিকের ত্বরে তখন যেন মিটে।
এ যে এক প্রিয় অসুখ প্রিয়তমেষু!!