র্যাবের কাছে গোপন সংবাদ ছিলো পিঁয়াজ ভর্তি একটি পিকআপ টঙ্গী–আশুলিয়া–ইপিজেড সড়কের উপর দিয়ে আসছে। আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে অভিযান চালিয়ে তারা ট্রাকটিকে তল্লাশি চালালে মিলে যায় ৩৮ হাজার পিস ইয়াবা।
ট্রাকটিকে জব্দ করা হয়েছে সেই সাথে আটক করা হয় দুজন মাদক কারবারিকেও।
আশুলিয়া থানার সহকারী উপ–পরিদর্শক (এএসআই) ওয়াজেদ আলী মাদক উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন। তবে তিনি ধৃত আসামীদের কোন পরিচয় তখন বলতে পারেননি।