পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, খোকসা
কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতির মধ্য দিয়ে সকাল 10 থেকে বিকেল 4টা পর্যন্ত অভিভাবকদের ভোট গ্রহণ চলে। এতে সর্বচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আকমাল হোসেন ।
অভিভাবক প্যানেলের এই নির্বানকে ঘিরে যে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উক্ত বিদ্যালয়ে সার্বক্ষণিক মোতায়েন ছিলো পুলিশের একটি দল।পরিদর্শন করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান।
ভোট গ্রহণ শেষে উপজেলা শিক্ষা অফিসার ও প্রিসাইটিং অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকমাল হোসেন 408টি ভোটের মধ্যে 186টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।